টাঙ্গুয়ার হাওর,সুনামগঞ্জ

Posted By :

টাঙ্গুয়ার হাওর,সুনামগঞ্জ

সাম্প্রতিক সময়ের টাঙ্গুয়ার হাওর এর প্রতি ট্রাভোলারদের অনেক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আর জলের রাজ্য টাঙ্গুয়া শীতকালে হয়ে পাখি রাজ্য।

অবস্থানঃ টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের বৃহতম গ্রুপ জলমহলগুলো অন্যতম। দেশের উওর-পূর্ব প্রান্তের জেলা সুনামগঞ্জ এর ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায় অবস্থিত।অনেক জীব বৈচিএে সমৃদ্ধ মিটা পানির এ হাওর বাংলাদেশের ২য় রামসার এলাকা।ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে সারি সারি হিজল-করচ শোভিত,পাখিদের কলকাকলি মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং অনন্য জলজ প্রানীর এক বিশাল অভয়শটাঙ্গুয়ার হাওরে যা যা দেখবেনঃ বারেকের টিলা,যাদুকাটা নদী,টেকেরঘাট এবং মনের মানুষ ছবির শুটিং স্পট অদৈত্য মহাপ্রভুর বাড়ি,চুনাপাথরের লেক,উপজাতী পাড়া বঙ্গালি ভিটা এবং এর সংলগ্ন মেঘালয় পাহাড়। রিভার ভিউ,হাছন রাজার বাড়ি এবং সমাধি,নারায়ন তলা,ইন্ডিয়ার বডার বাজার ,শাহ আরেফিনের মাজার,আব্দুর করিমের বাড়ি।


Comment

Top