ভোলাগঞ্জ,কোম্পানিগঞ্জ,সিলেট

Posted By :

ভোলাগঞ্জ,কোম্পানিগঞ্জ,সিলেট

যারা সিলেটের জাফলং দেখে দেখে ক্লান্ত হয়ে গেছেন,সিলেটের পর্যটন কেন্ত্রগুলাকে একঘেয়ে লাগছে তাদের জন্য ভোলাগঞ্জ ঘুরে দেখার আদর্শ জায়গা। পাহাড়ি ঝর্ণাধারা থেকে সৃষ্ট ধলাই নদী ওপার ভারত থেকে ভোলাগঞ্জের মধ্য দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ ।প্রতি বর্ষায় ধলাই স্রোতে ভারত থেকে নেমে আসে পাহারের ভান্ডার। ভোলাগঞ্জ সীমান্তে হাটুপানির ধলাই নদীতে হাটতে হাটতে আপনার চোখ পড়বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য পাথর।মনে হবে যেন ছবির মত সুন্দর। মুখ থেকে বেরিয়ে আসবে একটি শব্দ ‘অসাধারন’।দূরের পাহাড়গুলার উপরে মেঘের ছড়াছড়ি, সাথে এক দূটো ঝর্না।জাফলং এর মতোই ভোলাগঞ্জ চলে পাথর তোলার কাজ। নদীর হাটুপানি তলায় দেখা যায় বালির গালিচা।চিকমিক বালু আর ছট বড় পাথর মিলে এখানে যেন তৈরি হয়েঅবস্থানঃ সিলেট শহর থেকে মাত্র ৩৩ কিঃ মিঃ দূরে কোম্পানিগঞ্জ উপজেলায় ভারতের চেরাপুঞ্জি সীমান্তবর্তী বাংলাদেশের বৃহতম পাথর কোয়ারি ভোলাগঞ্জ।কিভাবে যাবেনঃ দিনে রাতে ঢাকা থেকে সিলেটের পথে বিভিন্ন পরিবহনের বাস সার্ভিস যায়।ভাড়া ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। শহরের আম্বারখানা হতে সিএনজি ভোলাগঞ্জ বাজারে যায়।ভাড়া জনপ্রতি ১২০ টাকা ।রিজার্ভ যাওয়া আসা ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।নদী ভ্রমনে নৌকায় ভাড়া নিবে প্রতি ঘন্টা ৩০০ টাকা।সবচেয়ে সাশ্রয় হবে ঢাকা থেকে মাইক্রোবাস নিয়ে গেলে।


Comment

Top